জাপানের প্রধানমন্ত্রী কোইজুমি জুনিছিরো ২৮ তারিখ সন্ধ্যায় ভারতের রাজধানী নয়াদিল্লীতে পৌঁছে ভারতে তাঁর দুদিনব্যাপী সফর শুরু করেছেন।
জানা গেছে, সফরকালে কোইজুমি জুনিছিরো ভারতের প্রধানমন্ত্রী মানমোহান সিংয়ের সঙ্গে দু'দেশের উচ্চ পর্যায়ের নিরাপত্তা সংলাপ, আর্থ-বাণিজ্যিক সম্পর্ক, শক্তিসম্পদ নিরাপত্তা এবং জাতি সংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদেশ হওয়ার জন্য অভিন্ন রণনীতি ইত্যাদি সমস্যা নিয়ে বৈঠক করবেন। বৈঠকের পর দু'পক্ষ যৌথ বিবৃতি প্রকাশ করে সার্বিকভাবে ভারত-জাপান সম্পর্ক উন্নয়নের উপর জোর দেবে।
তাছাড়া কোইজুমি জুনিছিরো ভারতের প্রেসিডেন্ট আব্দুল কালাম আর ব্যবসা ও শিল্প মন্ত্রী কামাল নাথের সঙ্গেও সাক্ষাত করবেন। এবং ভারতের শিল্প ও বাণিজ্য মহলের ব্যক্তিদের সঙ্গে আলোচনা করবেন। তিনি জাপানের পুঁজিবিনিয়োজিত দিল্লী পাতাল রেল প্রকল্পও দেখবেন।
|