২৮ এপ্রিল চীনের পররাষ্ট্রমন্ত্রনালয়ের মুখপাত্র ছিনকাং পেইচিংয়ে অনুষ্ঠিত একটি সাংবাদিক সম্মেলনে বলেছেন , চীন মনে করে , বর্তমানে চীন ও যুক্ত রাষ্ট্রের মধ্যে যোগাযোগ ও আদান প্রদান জোরদার করা দুপক্ষের পারস্পরিক সমঝোতা বাড়ানোর অনুকুল ।
যুক্ত রাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ক্রিষ্টোফার হিল ২৬ ও ২৭ এপ্রিল চীন সফর করেছেন , হিলের সাম্প্রতিক চীন সফর সম্বন্ধে সাংবাদিকদের একটি প্রশ্নের উত্তর দেয়ার সময় ছিনকাং এই কথা বলেছেন । তিনি আরো বলেছেন , চীন সফরকালে হিল চীনের উপপররাষ্ট্রমন্ত্রী তাই পিন কোর সঙ্গে সাক্ষাত করেছেন , দু পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক , কোরিয় উপদ্বীপের পারমানবিক সমস্যা আর অভিন্ন স্বার্থজড়িত আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যাগুলো নিয়ে মতবিনিময় করেছেন ।
|