২৮ এপ্রিল চীনের শিক্ষা মন্ত্রনালয় সূত্রে জানা গিয়েছে ,২০০৫ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত চীনের প্রায় পাঁচ লক্ষ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ক্যাম্পাসের নির্মানকাজ ও খোলা মাঠে পরিবেশ পর্যবেক্ষনে অংশগ্রহণ করতে দেওয়া হবে । মানব জাতির অস্তিত্ব ও বিকাশের উপরে পরিবেশের গুরুত্বপূর্ণ প্রভাব, পরিবেশ সংরক্ষণের গুরুত্ব এবং টেকসই উন্নয়ন সম্পর্কে প্রত্যক্ষভাবে জ্ঞান অর্জন করাই এইব্যবসস্থা নেওয়ার উদ্দেশ্য ।
জানা গিয়েছে , ১৯৯৭ সাল থেকে চীনের শিক্ষা মন্ত্রনালয় ও বিশ্ব প্রকৃতি তহবিলের সহযোগিতায় এই কর্মসুচীর বাস্তবায়ন চীনের ১৭টি প্রদেশে শুরু হয় । ১৫লক্ষ ছাত্রছাত্রী ইতিমধ্যে উপকৃত হয়েছে।
চীনের অনেক উচ্চ প্রশিক্ষণ ইন্সটিটিউটে পরিবেশ বিষয়ক শিক্ষা ও গবেষণা কেন্দ্র খোলা হয়েছে । চীনের প্রায় তিন হাজার শিক্ষক ও গবেষক প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষণ নিয়েছেন।
|