মিসরের প্রেসিডেন্ট মুবারাক ও রুশ প্রেসিডেন্ট পুতিন ২৭ তারিখে কায়রোয় বৈঠকের পর যুক্ত ইস্তাহার প্রকাশ করেছেন । ইস্তাহারে মধ্য-প্রাচ্য অঞ্চলে সার্বিক , ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি বাস্তবায়নের গুরুত্বের ওপর জোর দেয়া হয়েছে । এতে বলা হয়েছে যে , মধ্য-প্রাচ্যের শান্তি প্রক্রিয়ায় মিসর ও রাশিয়ার সমন্বয় ও সহযোগিতা জোরদার করা হবে । দু'পক্ষ মিসর-রাশিয়া সার্বিক সহযোগিতামূলক অংশীদার সম্পর্ক স্থাপনের বিবৃতিও প্রকাশ করেছে ।
এর পর অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে মধ্য-প্রাচ্য শান্তি প্রক্রিয়ার প্রশ্নে পুতিন রাশিয়ার প্রস্তাব উথ্থাপন করেছেন । তিনি বলেছেন , রাশিয়ার প্রস্তাব হল : এই বছরের শরত্কালে মস্কোয় রাশিয়া , জাতি সংঘ , যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন অর্থাত্ মধ্য-প্রাচ্য সমস্যার চার পক্ষ আর মধ্য-প্রাচ্য শান্তি প্রক্রিয়ার ওপর মনোযোগ দেয়া অন্যান্য পক্ষের অংশগ্রহণে মধ্য-প্রাচ্য সমস্যা সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা ।
পুতিন যে প্রস্তাব দিয়েছেন , তাতে ফিলিস্তিন ও ইস্রাইল সায় দিয়েছে । কিন্তু হোয়াট হাউসের মুখপাত্র ম্যাকলেল্লান বলেছেন , যুক্তরাষ্ট্র মনে করে কখন মধ্য-প্রাচ্য সমস্যা সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন আয়োজিত হবে , তার প্রতি এ মুহূর্তে বিভিন্ন পক্ষের মনোযোগ দেয়া উচিত নয় । বিভিন্ন পক্ষের উচিত ইস্রাইলের একতরফা পরিকল্পনার বাস্তবায়নের ওপর দৃষ্টি রাখা ।
|