২৮ তারিখে ফিলিস্তিনের সরকারী সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, ফিলিস্তিন জাতীয় ক্ষমতা সংস্থার চেয়ারম্যান আব্বাস ২৭ তারিখে বলেছেন, ইস্রাইলের সঙ্গে যুদ্ধবিরতি বজায় করার জন্যে তিনি প্রয়োজনে সশস্ত্র ব্যবস্থা নেবেন।
আব্বাস ২৭ তারিখে গাজা এলাকায় ফিলিস্তিনের পুলিশবাহিনীর উদ্দেশ্যে ভাষণ দেয়ার সময় বলেছেন, কেউ ফিলিস্তিন-ইস্রাইল যুদ্ধবিরতি চুক্তি লঙ্খন করলে ফিলিস্তিন কর্তৃপক্ষ তার উপর আঘাত হানবে।
আব্বাস মার্চ মাসের মাঝামাঝি সময়ে ফিলিস্তিনের বিভিন্ন দলের প্রতিনিধিদের সঙ্গে মিসরের রাজধানী কায়রোতে পরামর্শ করেছেন। তাঁরা ফিলিস্তিন-ইস্রাইল যুদ্ধবিরতি বজায় রাখা সম্পর্কে মতৈক্যে পৌঁছেছেন। কিন্তু ফিলিস্তিন আর ইস্রাইলের মধ্যে গুলি বিনিময় মাঝেমাঝে ঘটছে।
|