মার্কিন হোয়াইট হাওসের মুখপাত্র স্কোট ম্যাকলেল্লান ২৭ তারিখে হোয়াইট হাওসের সংবাদ সম্মেলনে বলেছেন , যুক্তরাষ্ট্র ছ'পক্ষীয় বৈঠকের মাধ্যমে কোরীয় উপ-দ্বীপের পারমাণবিক সমস্যা সমাধানের প্রয়াস চালিয়ে যাচ্ছে ।
ম্যাকলেল্লান বলেছেন , তিনি আর মার্কিন পররাষ্ট্র মন্ত্রী রাইস এর আগে বলেছেন , উত্তর কোরিয়া কোরিয়া উপ-দ্বীপের পারমাণবিক সমস্যা সংক্রান্ত ছ'পক্ষীয় বৈঠকে ফিরে আসতে অস্বীকার করলে যুক্তরাষ্ট্র ছ'পক্ষীয় বৈঠকের অন্যান্য পক্ষের সঙ্গে পরবর্তী ব্যবস্থা নিয়ে পরামর্শ করবে । কিন্তু বর্তমানে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে ছ'পক্ষীয় বৈঠকে ফিরিয়ে আনার চেষ্টা করছে । যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র মুক্ত কোরীয়া উপদ্বীপ দেখতে চায় । ম্যাকলেল্লান এর সঙ্গে সঙ্গে বলেছেন , যুক্তরাষ্ট্র মনে করে ছ'পক্ষীয় বৈঠকে ফিরে আসার ব্যাপারে উত্তর কোরিয়ার কোনো শর্ত দেয়া উচিত নয় । এর আগে উত্তর কোরিয়া ছ'পক্ষীয় বৈঠকের মাধ্যমে পারমাণবিক সমস্যা সমাধান করার যে প্রতিশ্রুতি দিয়েছে , উত্তর কোরিয়ার উচিত তা পালন করা ।
|