২৮ এপ্রিল হংকংয়ের পত্রপত্রিকার ভাষ্যগুলোতে বলা হয়েছে , চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটি যে হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের মৌলিক আইন ব্যাখ্যা করার সময় যে নতুন প্রশাসকের কার্যমেয়াদ সম্বন্ধে চুড়ান্ত ব্যাখ্যা দিয়েছে , তা' হংকংয়ের সমাজে অন্তবর্তীকালীন প্রশাসকের কার্যমেয়াদ সম্পর্কিত মতভেদ দূর করেছে এবং ১০ই জুলাই নতুন প্রশাসক নির্বাচন ও বিশেষ প্রশাসন অঞ্চল সরকারের সুষ্ঠু প্রচলনের জন্য আইনগত ভিত্তি স্থাপন করেছে ।
হংকং ব্যবসা পত্রিকার একটি ভাষ্যে বলা হয়েছে , চীনের সংবিধান ও হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের মৌলিক আইন অনুসারে আইনের ধারা ব্যাখ্যা করা গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির বৈধ অধিকার । হংকংয়ের ' ওয়েন হুই পত্রিকার একটি ভাষ্যে বলা হয়েছে , জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটি নতুন প্রশাসকের কার্যমেয়াদ সম্বন্ধে যে চুড়ান্ত ব্যাখ্যা দিয়েছে , তা' মৌলিক আইনের সঠিক বাস্তবায়ন ও সময়মতো নতুন প্রশাসক নির্বাচনের অনুকুল ।
|