চীনের আবহায়া ব্যবস্থাপনা ব্যুরোর প্রধান ছিন তা হো ২৭ এপ্রিল পেইচিংয়ে অনুষ্ঠিত একটি ফোরামে বলেছেন, পৃথিবীর আবহাওয়ার পরিবর্তনের কূপ্রভাব ব্যাপকভাবে বিশ্বের বিভিন্ন দেশের দৃষ্টি আকর্ষণ করেছে। চীন আবহাওয়া পরিবর্তনের মৌলিক গবেষণা জোরদার করবে, যাতে প্রাকৃতিক পরিবেশ সুরক্ষার মান আরো উন্নত করা যায়।
ছিন তা হো বলেছেন, সারা পৃথিবীতে এখন তাপায়নের প্রভাবে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। অনুমান করা যায় , ২১০০ সাল নাগাদ চীনের আবহাওয়ার পরিবর্তন পৃথিবীর তুলনায় আরো বিরাট হবে। এই পরিবর্তনের ফলে চীনে প্রাকৃতিক দুর্ঘটনা বাড়বে, তাতে দেশের নিরাপত্তা হুমকির মুখে হবে।
তিনি বলেছেন, বর্তমানে আবহাওয়া গবেষণা ক্ষেত্রে চীনের প্রধান কাজ হচ্ছে চীনের প্রাকৃতিক পরিবেশ ও রাষ্ট্রীয় অর্থবিভাগের উপর আবহাওয়ার পরিবর্তনের সম্ভাব্য প্রভাব নিয়ে আরো গভীরভাবে গবেষণা করা এবং খরচ ও কল্যান বিচার-বিশ্লেষণ করে আবহাওয়ার পরিবর্তনের সাথে খাপ খাওয়া ও মোকাবেলার কৌশল উদ্ভাবন করা। এই প্রকৌশল অর্থনীতি, সমাজ ও শিক্ষা ক্ষেত্রে ব্যবহৃত হলে প্রাকৃতিক পরিবেশ সুরক্ষার মান উন্নত করা যায়।
|