দক্ষিণ আফ্রিকার গণতন্ত্র ও স্বাধীনতা পাওয়ার ১১ বছর পূর্তি অর্থাত জাতীয় দিবস উপলক্ষ্যে চীনস্থ দক্ষিণ আফ্রিকার দূতাবাস ২৭ এপ্রিল পেইচিংয়ে এক অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করেছেন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং চীনস্থ দক্ষিণ আফ্রিকা ও অন্যান্য দেশের দূতাবাস ও অর্থনৈতিক মহলের ৩০০জনেরও বেশি ব্যক্তি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
১৯৯৪ সালের ২৭শে এপ্রিল দক্ষিণ আফ্রিকায় প্রথম জাতিভেদহীন দেশব্যাপী নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে বর্ণবিভেদ ব্যবস্থা বিরোধী কৃষ্ণাঙ্গ নেতা নেলসেন ম্যাডেলা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন। এজন্য ২৭শে এপ্রিল দক্ষিণ আফ্রিকার স্বাধীনতা দিবস নির্ধারিত হয়।
|