চীনের কুওমিন্তাং পার্টির চেয়ারম্যান লিয়েন জানয়ের নেতৃত্বাধীন এই পার্টির প্রতিনিধি দল ২৮ এপ্রিল সকালে পেইচিংয়ে পৌঁছে তার মূল ভূ-ভাগ সফরের দ্বিতীয় ধাপ শুরু করেছে।
লিয়েন জান পেইচিং আন্তর্জাতিক বিমান বন্দরে সংবাদমাধ্যমের কাছে ভাষণ দেয়ার সময় বলেছেন, তিনি এবারে যে মূলভূভাগ সফর করতে এসেছেন তা সহজ নয়। তিনি এই সুযোগকে মূল্য দেবেন। তিনি বলেছেন, দু-তীরের সম্পর্ক দু-তীরের জনগণের অভিন্ন স্বার্থজড়িত। সমঝোতা ও সংলাপের প্রক্রিয়ায় শান্তিপূর্ণ উভয় পক্ষেরই জয়ের ভবিষ্যত গঠন করা হচ্ছে দু-তীরের জনগণের অভিন্ন আশা আকংক্ষা।
জানা গেছে, পেইচিংয়ের অবস্থানকালে চীনের কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হু চিন থাও এবং লিয়ন জান দু-তীরের সম্পর্ক ও আর্থবাণিজ্য, সাংস্কৃতিক আদান-প্রদান ইত্যাদি বিষয় নিয়ে মতবিনিময় করবেন লিয়েন জান চীনের পেইচিং বিশ্ববিদ্যালয়ে বক্তৃতাও দেবেন।
|