সাম্প্রতিক এক সময়পর্বে তেলের উচ্চ দামের পরিপ্রেক্ষিত, মার্কিন প্রেসিডেন্ট বুশ ২৭ তারিখে বক্তৃতা দেয়ার সময়ে একটি নতুন শক্তিসম্পদ পরিকল্পনা উথ্থাপন করেছেন।
একই দিন ওয়াশিংটনে মাঝারি এবং ক্ষুদ্রাকারের শিল্পপ্রতিষ্ঠানগুলোর মালিকদের উদ্দেশ্যে বক্তৃতা দেয়ার সময়ে বুশ বন্ধ করে দেওয়া সামরিক ঘাঁটিতে তেল শোধনাগার তৈরী করা এবং তেল শোধনের সামর্থ্য বাধাগ্রস্ত হওয়ার সময়ে সৃষ্ট শক্তিসম্পদের অভাব লাঘবের জন্য তেল শোধনাগারের অশোধিত তেলের বণ্টনের অধিকার রাজ্য থেকে ফেডারেশন সরকারের কাছে স্থানান্তরিত করার প্রস্তাব দিয়েছেন। তিনি কংগ্রেসের কাছে পারমানবিক বিদ্যুত ব্যবস্থা নির্মাণে অনুপ্রেরণা যোগানোর জন্য পারমানবিক ব্যবস্থা নির্মাণকারী কোম্পানিগুলোকে "ঝুকি বীমা" দেয়ার আহ্বানও জানিয়েছেন।
|