v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-04-28 08:45:31    
চীনদেশের আইনগত সাহায্য

cri
    এখন চীনদেশে মোট দু হাজার ছ'শ' বিয়াল্লিশটি সরকারী-আইন-সাহায্যদান সংস্থা প্রতিষ্ঠিত হয়েছে। এই সব সংস্থায় প্রায় ন'হাজার আইনজীবী কাজ করছেন। তাদের কর্তব্য হল যারা আইনজধীবীদের সাহায্য চান, অর্থের কারনে যারা আদালতে মামলা করতে অক্ষম তাদেরকে আইনগত সাহায্য দান করা। যাতে বিভিন্ন স্তরের লোকেরা সুবিচার আর আইনের দেয়া অধিকার উপভোগ করতে পারেন। বিগত আট বছরে গোটা চীনদেশে এ ধরনের আইনগত সাহায্যে আট লক্ষ মামলা নিষ্পত্তি হয়েছে। এ থেকে ন'লক্ষ সওর হাজার লোক সাহায্য পেয়েছেন। তাদের মধ্যে শিশু আর নারীর সংখ্যা কম নয়।

    ১৭ বছর বয়সের লুংছুই আইন সাহায্যের কল্যানভোগী একজন গ্রহীতা। তিন বছর আগে তিনি এক ভয়াবহ দুর্দশায় আক্রান্ত হয়েছিলেন, পুরো কাঁচের চশমা লাগানোর ফলে তার ডান চোখ আহত হয়েছে। আহত চোখ চিকিত্সা করানোর জন্যে কয়েক লাখ টাকা ব্যয় হলেও তার ডান চোখের দর্শন-শক্তি এখনো শুন্য। স্থানীয় আইন-সাহায্যদাতা উকিলদের সাহায্যে লুংছুই তাকে কন্ট্যাকট লেন্স লাগিয়ে দেয়ার হাসপাতালের বিরুদ্ধে আদালতে অভিযোগ তুলেন। এখন লুংছুই বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী। এখন চোখ চিকিত্সা করার জন্যে তাকে বছরের এক তৃতীয়াংশ সময় ব্যয় করতে হয়। তবু লুংছুইর পড়াশোনা সহপাঠিদের চেয়ে ভাল। আইন সাহায্য সম্পর্কে লুংছুই বলেছেন, এই তিন বছরে আমার বেশ কষ্ট ও দুদর্শা হয়েছে, কিন্তু আমি বহু ভাল মানুষের সাহায্য ও সমর্থন পেয়েছি, যখন আমার পরিবার সবচেয়ে কষ্ট আর অসুবিধার সম্মুখীন হয় তখন আইন-সাহায্য সংস্থা আইনের দিক থেকে আমাদের সাহায্য করেছে, সত্যি আমি এতে মুগধ হয়েছি।

    আইন সাহায্য সম্পর্কে এক মেয়ে বলেছেন, আইন সাহায্যের অর্থ হল বিভিন্ন স্তরের মানুষকে আইনের সামনে সকলের সমান মর্যাদা ভোগ করতে সাহায্য করা। এক ছেলে বলেছেন, কার্যকর আইন ব্যবস্থা সত্যিই বাস্থব-আইনের ন্যায়সংগত প্রয়োগের এক গুরুত্বপূর্ণ গ্যারেন্টি।

    লান সিয়াওইয়ু চীনের কুয়াংসি চুয়াং জাতি স্বায়ওশাসিত অঞ্চলের আইন সাহায্য কেন্দ্রের একজন স্বেচ্ছাসেবিকা।তিনি এক অভাগা ছেলেকে সাহায্য করেছেন বলে সবাই তাকে জেনে ফেলেছেন। ছেলেটির নাম সুংচিস্যুং । ১৯৯৯ সালে চীনের কুইচৌ প্রদেশের মালিন দর্শনীয় স্থানে একটি কেবল দুর্ঘটনা ঘটে, দুর্ঘটনাটিতে সুং চিস্যুংয়ের বাবামা আর অনেক লোক প্রান হারান, আর সুংচিস্যুংও গুরুতরভাবে আহত হয় ।চি স্যুংয়ের চিকিত্সা ও অপারেশনে তার দাদাদাদী তাদের সব সন্চয় ব্যয় করেন। অব্যাহতভাবে চিকিত্সা করার জন্যে তাদের বিরাট আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়। দাদাদাদী মনে করেন যে, কোনো লোক বা সংস্থাকে দুর্ঘনাটির দায়িত্ব বহন করতে হবে। আইন সাহায্যদানকারী স্বেচ্ছাসেবিকা লান সিয়াও ইয়ু যিনি সুংচিস্যুং পরিবারের সংগে সফর করেছিলেন তিনি তাদেরকে সাহায্য করেছেন। তার সাহায্যে সুং চিস্যুং আর অন্যান্য দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত লোকেরা কুয়াংসি অঞ্চলের আইন সাহায্য কেন্দ্রের সাহায্য পেয়েছেন এবং ক্ষতিপূরণ পেয়েছেন।

    স্বেচ্ছাসেবক সম্পর্কে লান সিয়াওইয়ু বলেছেন, ছোটো বেলা থেকেই আমি জেনে ফেলেছি যে, স্বেচ্ছাসবক ভাল কাজ করে থাকেন। আমি মনে করি যে, যাদের সাহায্য দরকার তাদের প্রতি আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়া উচিত।

    এক মেয়ে বলেছেন, যাদের যখন কষ্ট হয় তাদের জন্যে আমাদের কিছু করা দরকার। লান সিয়াও ইয়ুর সাহায্য পেয়ে এখন সুং চিস্যুং দুর্ঘটনার কালো ছায়া থেকে মুক্ত হয়েছে। তার দাদাদাদীর স্বাস্থ্যও ভাল। এরা তিনজন এখন শান্তিপূর্ণ জীবনযাপন করছেন।

    সুং চিস্যুং বলেছে, কুয়াংসি আইন সাহায্য কেন্দ্রের সাহায্যে আমি মামলাটিতে জয় লাভ করেছি, এ জন্যে আমি তাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। এখন আমার জীবনযাত্রা আর লেখাপড়া ভালই চলছে। লেখাপড়ার ব্যাপারে আমার কোনো অসুবিধা নেই, অন্যান্য ছোটো বন্ধুদের মতোই আমি প্রতিদিন স্বাভাবিক জীবনযাপন করছি।

    চীনদেশে আইন সাহায্য যেমন সরকারের দায়িত্ব তেমনি সমাজের অভিন্ন দায়িত্বও। আইনের চোখে সবাই সমান হওয়া উচিত। আসুন, আমরা সবাই আইন সাহায্যের সমর্থক হই। চীনদেশে আইন সাহায্যের প্রতিটি প্রক্রিয়ার উপর আমরা এক সংগে মনোযোগ দিই।