২৭ এপ্রিল সমাপ্ত চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির অধিবেশনে হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের মৌলিক আইনের কতকগুলো ধারা সম্পর্কে ব্যাখ্যা দেয়া হয়েছে । এই ব্যাখ্যা অনুসারে হংকংয়ের অন্তবর্তীকালীন প্রশাসকের কার্যমেয়াদ সম্প্রতি পদক্যাদকারী সাবেক প্রশাসকের বাকী মেয়াদ হবে , তার কার্যমেয়াদ পুরো পাঁচ বছর হবে না ।
জানা গেছে , হংকং বিশেষ অঞ্চলের সাবেক প্রশাসক তুং চিয়েন হুয়ার পদত্যাগের পর নতুন প্রশাসকের কার্যমেয়াদ সম্পর্কে হংকংয়ের বিভিন্ন মহলের মতভেদ বেশী । তাই চীনের রাষ্ট্রীয় পরিষদ জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির কাছে এই সমস্যা ব্যাখ্যা করার অনুরোধ জানিয়েছে ।
জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান উ পান কো বলেছেন , হংকংয়ের মৌলিক আইনের ধারা ব্যাখ্যা করা গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব । হংকংয়ের নতুন প্রশাসকের কার্যমেয়াদ সম্পর্কে স্ট্যান্ডিং কমিটি যে ব্যাখ্যা দিয়েছে , তা' হংকংয়ের মৌলিক আইনের নির্ভুল কার্যকরীতা আর নতুন প্রশাসক নির্বাচনের অনুকুল ।
|