লেবাননের জাতীয় সংসদে নাগিব মিকাতিকে প্রধান মন্ত্রী করে গঠিত লেবাননের নতুন মন্ত্রী সভার উপরে আস্থা ভোট দেওয়া হয়েছে । জানা গিয়েছে,১০৬ জন সংসদ সদস্য নতুন মন্ত্রী সভার পক্ষে এবং মাত্র একজন সংসদ সদস্য বিপক্ষে ভোট দিয়েছেন । তিনজন সংসদ সদস্য ভোটদানে বিরত ছিলেন