২৭ এপ্রিল চীনের রাষ্ট্রীয় পরিষদের একটি অধিবেশনে বসতবাড়ীর দাম নিয়ন্ত্রন সমস্যা আলোচনা করা হয়েছে । অধিবেশনে সংশ্লিষ্ট পক্ষের প্রতি বসতবাড়ী নির্মানের ক্ষেত্রে অর্থবিনিয়োগের অতিদ্রুত বৃদ্ধি আর বসতবাড়ীর দাম বৃদ্ধি নিয়ন্ত্রনের কার্যকর ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে ।
অধিবেশন মনে করে , বর্তমানে চীনের বসতবাড়ী নির্মান ও কেনাবেচার বাজারে কিছু সমস্যা আছে , বসতবাড়ী কেনাবেচা বাজারের বিশৃঙ্খল অবস্থা এখনও বিদ্যমান । অধিবেশনে বাড়ী নির্মানে ভুমি সরবরাহের কড়া নিয়ন্ত্রন, মাঝারী আকারের বসতবাড়ীর সরবরাহ নিশ্চিত করা , নিম্ন আয়ের পরিবারের থাকার চাহিদা মেটানো আর বসতবাড়ী কেনার জন্য ঋণদান সম্পর্কিত নিয়ন্ত্রন জোরদার করার নির্দেশ দেয়া হয়েছে ।
|