চীনের মূল ভূভাগে গুওমিন তাং পার্টির চেয়ারম্যান লিয়ান্ চানের সফরে তাইওয়ান দ্বীপে প্রবল প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে ।
গাওসিয়োং শহরের নাগরিক মি: ছাই জিন সু মন্তব্য করে বলেছেন , চেয়ারম্যান লিয়ান্ চানের সফরের সুবাদে দু পারের মধ্যকার সম্পর্কে গভীর তাত্পর্যময় অগ্রগতি অর্জিত হবে ।
পূর্ব তাইওয়ানের মি: হে তা সংবাদদাতাকে দেওয়া সাক্ষাত্কারে বলেছেন , তিনি আশা করেন , চেয়ারম্যান লিয়ান্ চানের সফর দু পারের আদানপ্রদানে প্রেরণা যুগাবে । এরপর মূল ভূভাগের চীনারা তাইওয়ানে ভ্রমণ করতে পারবেন । তিনি মনে করেন , লিয়ান্ চানের সফর তাইওয়ানের অর্থনীতির উন্নয়ন ও জন জীবনের কল্যান আনবে ।
তাইওয়ানের সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে , লিয়ান চানের সফর একটি ঐতিহাসিক সুযোগ সৃষ্টি করেছে ।
|