|
|
(GMT+08:00)
2005-04-27 18:31:07
|
ডঃ সান ইয়াত সেনের সমাধিস্থলে লিয়েনচানের শ্রদ্ধা নিবেদন
cri
২৭ এপ্রিল সকালে চীনের কোমিংটাং পার্টির চেয়ারম্যান লিয়েন চান ও তার সফরসঙ্গীরা নানচিংয়ে কোমিংটাংয়ের প্রতিষ্ঠাতা ও চীনের গণতান্ত্রিক বিপ্লবের অগ্রদূত ডঃ সান ইয়াত সেনের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেছেন । এই বছর সান ইয়াত সেনের ৮০ তম মৃত্যু-বার্ষিকী। শ্রদ্ধা নিবেদনের পর লিয়েন চান বলেছেন , জীবিতকালে ডঃ সান ইয়াত সেন চীনা জাতির অগ্রগতি ও সমৃদ্ধির জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন । আজ তার সমাধিস্থলের সামনে এসে আমার মনে পড়েছে , মৃত্যুর আগে দেশবাসীর উদ্দেশ্যে ডঃ সান ইয়াত সেনের শান্তির জন্য চীনকে বাচাঁনোর নির্দেশ । আমি আশা করি প্রণালীর দুই পারের চীনারা শক্তিশালী চীনের জন্য মিলিতভাবে প্রচেষ্টা চালাবেন । চীনের কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হু চিন থাওয়ের আমন্ত্রনে কোমিংটাং পার্টির চেয়ারম্যান লিয়েন চান ২৬ এপ্রিল মূলভুভাগের নানচিং শহরে পৌছে তার আটদিনব্যাপী সফর শুরু করেছেন , তিনি হচ্ছে গৃহযুদ্ধের পর ৫০ বছরে মূলভুভাগে সফরে আসা কোমিংটাং পার্টির প্রথম চেয়ারম্যান ।
|
|
|