২৬ এপ্রিল চীনের সংস্কৃতি মন্ত্রনালয়ের একটি তথ্যে জানা গেছে , চীনের খুয়েন অপেরা ও প্রাচীণ বীণা অ-বৈষয়িক উত্তরাধিকারের নামের তালিকায় অন্তর্ভুক্ত হবার পর চীন সিংচিয়াংয়ের বৈশিষ্ট্যময় সুর মুখামুকে বিশ্ব অ-বৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকারের তৃতীয় কিস্তির নামের তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে । মুখামু সিনচিয়াং উইগুর জাতির একটি সুরের নাম , এই সুর উইগুর জাতির জীবনের বিশ্বকোষ ও জীবিত পুরাকীর্তি বলে পরিচিত ।
জানা গেছে , জাতি সংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা-ইউনেস্কোর বিশ্ব অ-বৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকার যাচাইয়ের কাজ ২০০১ সালে শুরু হয় , প্রতি দু বছরে একবার নির্বাচন হয় , বর্তমানে ইউনেস্কো বিভিন্ন দেশের মোট ৪৭টি উত্তরাধিকার সুত্রে প্রাপ্ত অ-বৈষয়িক সাংস্কৃতিক শিল্প অনুমোদন করেছে ।
|