২৭ এপ্রিল সমাপ্ত চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির অধিবেশনে সিভিল সার্ভেন্ট আইন গৃহিত হয়েছে । জানা গেছে , চীনে এই প্রথম কর্মকর্তা ব্যবস্থাপনা ক্ষেত্রে আইন প্রনীত হয়েছে ।
নতুন গৃহিত সিভিল সার্ভেন্ট আইনে সিভিল সার্ভেন্ট নিয়োগের আওতা , সিভিল সার্ভেন্টের পদ ও দায়িত্ব স্পষ্টভাবে লিপিবদ্ধ করা হয়েছে এবং সিভিল সার্ভেন্ট নিয়োগ ও পদোন্নতির নিয়মগুলো ব্যাখ্যা করা হয়েছে ।
স্ট্যান্ডিং কমিটির অধিবেশনে চেয়ারম্যান উ পান কো ভাষণ দেয়ার সময় বলেছেন , সিভিল সার্ভেন্টদের পরিচালনা , তাদের বৈধ অধিকার ও স্বার্থ নিশ্চিত করা আর তাদের তত্তাবধানে এই অধিবেশনে গৃহিত সিভিল সার্ভেন্ট আইনের যুগান্তকারীতাত্পর্য আছে ।
সিভিল সার্ভেন্ট আইন আগামী পয়লা জানুয়ারী থেকে বলবত হবে ।
|