v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-04-27 17:44:00    
বেনিন প্রজাতন্ত্র

cri
    নামঃ বেনিন প্রজাতন্ত্র(The Republic of Benin)

    স্বাধীনতা দিবসঃ ১লা আগষ্ট

    জাতীয় পতাকাঃ সবুজ রং হলো সমৃদ্ধির প্রতীক। লাল রং মানে সূর্চ। সবুজ, হলুদ ও লাল হলো আফ্রিকান দেশগুলোর ব্যাপক ব্যবহৃত রং।

    জাতীয় প্রতীকঃ ছাগলের দুইটি শিং-এর মধ্যে সুগোল ভূট্টা হলো সমৃদ্ধির প্রতীক। নিচের ফিতায় ফরাসীভাষায় লেখা আছে "ভালোবাসা, ন্যায়পরায়ণতা, পরিশ্রম"।

    দেশের রাজনৈতিক প্রধানঃ প্রেসিডেন্ট মাথিউ কেরেকৌ (Mathieu Kerekou) ১৯৮০ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন, ১৯৮৪ ও ১৯৮৯ সালে পুননির্বাচিত হন। ১৯৯৬ সালে মার্চ মাসে আবার প্রেসিডেন্ট নির্বাচিত হন, ২০০১ সালের মার্চ মাসে পুননির্বাচিত হন।

    প্রকৃতি ও ভূগোলঃ আয়তন ১.১২ লক্ষ বর্গকিলোমিটারের বেশী, পশ্চিম আফ্রিকার দক্ষিণ ও মধ্যাংশ অবস্থিত। পূর্বে নাইজেরিয়ার সঙ্গেঁ সংলাগ্ন, উত্তর-পশ্চিম ও উত্তর-পূর্বে বুর্কিনা ফাসো ও নাইজারের সঙ্গেঁ সংলগ্ন, পশ্চিমে টোগোর সঙ্গেঁ সংলগ্ন, দক্ষিণে এটল্যান্টিক মহাসাগর। তার তট রেখার দৈর্ঘ্য মোট ১২৫ কিলোমিটার। দক্ষিণ দিক থেকে উত্তর দিক পর্যন্ত প্রসরিত, দক্ষিণ দিক সরু আর উত্তর দিক চওড়া। দক্ষিণাংশের উপকূলে প্রায় ১০০ বর্গকিলোমিটারের সমতলভূমি। মধ্যাংশে সমুদ্রের সমতল থেকে ২০০ থেকে ৪০০ মিটার উঁচু মালভূমি। উপকূলঅঞ্চলের সমতলভূমির আহ্বাওয়া বৃষ্টিপ্রধান ক্রান্তীয় জঙ্গঁলের আহ্বাওয়া, মধ্য ও উত্তরাঞ্চলের আহ্বাওয়া গ্রীষ্মমন্ডলীয় তৃনভূমির আহ্বাওয়া, গরম এবং বৃষ্টিবহুল।

    লোকসংখ্যাঃ ৬৬ লক্ষ(২০০২ সাল)। মোট ৬০টিরও বেশী জাতি আছে। অধিবাসীদের মধ্যে ৬৫ শতাংশ ঐতিহ্যিক ধর্ম বিশ্বাসী, ১৫ শতাংশ মুসলমান, প্রায় ২০ শতাংশ খ্রিস্টান।

    রাজধানীঃ পোর্টো-নোভো(porto-Novo), জাতীয় সংসদ এখানে অবস্থিত, লোকসংখ্যা ৩ লক্ষ। কোটোনৌ(Cotonou), সরকার এখানে অবস্থিত, লোকসংখ্যা ৭ লক্ষ।

    সংক্ষিপ্ত ইতিহাসঃ ১৬৭০ সালে ফ্রান্স বেনিন আক্রমন করে। ১৮৯৪ সালে ফ্রান্সের উপনিবেশে পরিবর্তন হয়। ১৯৬০ সালের ১লা আগষ্ট স্বাধীন হয়, দাহোমে প্রজাতন্ত্র স্থাপিত হয়। স্বাধীন হওয়ার পর দেশের পরিস্থিতি অস্থিতিশীল থাকে, পরপর ৫ বার সামরিক অভ্যুত্থান ঘটে, ১২বার রাষ্ট্রপ্রধানের বদল হয়। ১৯৭২ সালের ২৬শে অক্টোবর যুব সামরিক অফিসার অভ্যুত্থান ঘটান। সামরিক সরকার স্থাপিত হয়। ১৯৭৫ সালের ৩০শে নভেম্বর দেশের নাম পরিবর্তিত হয় বেনিন গণ প্রজাতন্ত্র ।১৯৯০ সালের ১লা মার্চ নামটি আবার পরিবর্তিত হয় বেনিন প্রজাতন্ত্র।

    রাজনীতিঃ ১৯৯০ সালের ২রা ডিসেম্বর গণ ভোটের মাধ্যমে বেনিনের ইতিহাসের ৭ম সংবিধান গৃহীত হয়। সংবিধান অনুযায়ী, প্রশাসন,আইন প্রণয়ন ও বিচার পৃথকীকরণ নীতি এবং প্রেসিডেন্ট ও মন্ত্রীসভা ব্যবস্থা প্রবর্তিত হয়। প্রেসিডেন্ট হচ্ছেন রাষ্ট্র প্রধান, সরকার প্রধান ও সশস্ত্রবাহিনীর সর্বাধিনায়ক। এবং সাধারণ নির্বাচনে সরাসরি নির্বাচিত হন, কার্যমেয়াদ ৫ বছর, একবার পুনর্নির্বাচিত হতে পারেন। জাতীয় সংসদ হচ্ছে সর্বোচ্চ আইন প্রণয়ন সংস্থা, এককক্ষবিশিষ্ট ব্যবস্থা প্রবর্তিত হয়। সংসদ আইন প্রণয়ন ক্ষমতা পালন করে এবং সরকারের কার্জকর্ম তত্ত্বাবধান করে। সংসদ সদস্যরা সাধারণ নির্বাচনে সরাসরি নির্বাচিত হন, কার্যমেয়াদ ৪ বছর।

    অর্থনীতিঃ জাতিসংঘ প্রকাশিত স্বল্পোন্নত দেশগুলোর অন্যতম। অর্থনীতি পশ্চাত্পদ, শিল্পের ভিত্তি দুর্বল, কৃষি ও গুদামঘর বাণিজ্য হচ্ছে জাতীয় অর্থনীতির দুটি প্রধান অবলম্বন। প্রাকৃতিক সম্পদের অভাব। প্রধান খনিজ পদার্থ হলো তেল, প্রাকৃতিক গ্যাস, লৌহ আকরিক, ফোস্ফেইট, মার্বেল পাথর,সোনা ইত্যাদি। মত্স্য সম্পদ সমৃদ্ধ, সামুদ্রিক মাছের প্রকার সংখ্যা প্রায় ২৫৭ । বনের আয়তন ৩০ লক্ষ হেক্টর, দেশের মোট আয়তনের ২৬.৬ শতাংশ । গ্রামবাসীদের সংখ্যা দেশের মোট লোকসংখ্যার ৮০ শতাংশ। মোটামুটি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। প্রধান খাদ্যশস্য হলো কাসাভা, চুপড়ি, ভুট্টা,জওয়ার ইত্যাদি। অর্থকরী ফসল হলো তুলা, কাজু বাদাম, পাল্ম, কফি ইত্যাদি। পর্যটন শিল্প হলো বেনিনের নবোত্থিত শিল্প, পর্যটনশিল্পে সরকারের অর্থবরাদ্দ বেড়ে চলেছে।

    ১৯৬১ সালে প্রতিষ্ঠিত বেনিন সংবাদ সংস্থা হলো জাতীয় সংবাদ সংস্থা, তার প্রধান কাজ হলো দেশের পত্রপত্রিকা, টেলিভিশন ও বেতারের কাছে খবর পাঠানো। বেশীরভাগ আন্তর্জাতিক খবর এ.এফ.পি.'র কাছ থেকে আসে। ১৯৯৭ সালে বেনিন সংবাদ সংস্থা চীনের শিন হুয়া সংবাদ সংস্থার সঙ্গেঁ সংবাদ বিনিময় সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে। ১৯৯৮ সাল থেকে শিন হুয়া সংবাদ সংস্থার খবর পাচ্ছে।

    পররাষ্ট্রনীতিঃ জোট নিরপেক্ষ ও সুপ্রতিবেশীসূলভ বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করে। সমতা, পারস্পরিক উপকারিতা ও পরস্পরকে সম্মানের ভিত্তিতে সকল দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পক্ষপাতী।

    চীনের সঙ্গে সম্পর্কঃ ১৯৬৪ সালে ১২ই নভেম্বর বেনিন চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। ১৯৬৬ সালের জানুয়ারী মাসে বেনিন একতরফাভাবে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করে। এবং একই বছরের এপ্রিল মাসে থাইওয়ানের সঙ্গে "কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করে"। ১৯৭২ সালের ২৯শে ডিসেম্বর বেনিন চীন গণ প্রজাতন্ত্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করে। ২০০৩ সালে চীন ও বেনিনের মধ্যে বাণিজ্যের পরিমান বিরাট মাত্রায় বেড়ে যায়। চীন বেনিনের দ্বিতীয় বৃহত্তম আমদানিকারক দেশ (ফ্রান্স প্রথম) ও প্রথম রপ্তানিকারক দেশে পরিণত হয়।