রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ২৬ তারিখ বিকালে রাজধানী কায়রো পৌঁছে তাঁর দু'দিনব্যাপী মিসর সফর শুরু করেছেন । ৪০বছরেরও বেশী সময় ধরে এই প্রথম কোন সোভিয়েত বা রুশ শীর্ষ নেতা মিসর সফর করছেন ।
প্রেসিডেন্ট ভবনে পুতিনের জন্য মিসরের প্রেসিডেন্ট হোসনি মুবারাক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছেন , এবং পুতিনের সঙ্গে বৈঠক করেছেন । সন্ধ্যায় মুবারাক পুতিনের সম্মানে সান্ধ্য ভোজের আয়োজন করেছেন ।
মিসরের প্রেসিডেন্ট ভবনের মুখপাত্র সুলাইমান আওয়াদ বলেছেন , ২৭ তারিখ সকালে দু'দেশের দুই নেতার মধ্যে আনুষ্ঠানিক বৈঠক হবার কথা। বৈঠকে দু'পক্ষ মধ্য-প্রাচ্যের শান্তি প্রক্রিয়া ত্বরান্বিত করা ও দ্বিপাক্ষিক বাণিজ্যিক সহযোগিতা জোরদার করা ইত্যাদি সমস্যা নিয়ে পরামর্শ করবে ।
|