নেপালের সাবেক প্রধান মন্ত্রী শের বাহাদুর দেউপা ২৭ এপ্রিল কাটমন্ডুতে গ্রেফতার হয়েছেন ।
জানা গিয়েছে , মধ্যরাত দুটার দিকে প্রায় ৫০ জন পুলিশ শের বাহাদুর দেউপার বাড়ি ঘেরাও করে তাঁকে গ্রেফতার করে । তাঁকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা জানার উপায় নেই । তাঁর বাড়ীর টেলিফোন লাইন ছিন্ন করা হয়েছে ।
উল্লেখ করা যেতে পারে যে , গত ১ ফেব্রুয়ারী রাজা জ্ঞানেন্দ্র দেউপা সরকারকে বরখাস্ত করেন । এরপর রাজকীয় দুর্নীতি দমন কমিটি উচ্চপদস্থ কর্মকর্তাদের দুর্নীতির উপরে তদন্ত শুরু করে । গত ১৯ এপ্রিল রাজকীয় দুর্নীতি দমন কমিটি দেউপাকে ২৪ ঘন্টার মধ্যে তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পর্কে নানা প্রশ্নের উত্তর দেওয়ার আদেশ দেয় । কিন্তু দেউপা কোনো প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করেছেন।
|