কোটেডিভার প্রেসিডেন্ট লাউরেন্ট বাগ্বো ২৬ তারিখে কোটেডিভার অর্থনৈতিক রাজধানী আবিদজানে আবারও জোর দিয়ে বলেছেন, কোটেডিভা একচীননীতি অনুসরণ করতে থাকবে এবং থাইওয়ান প্রণালীর দু'পারের মধ্যে রাষ্ট্রের শান্তিপূর্ণ একীকরণের ব্যাপারে যথাশীঘ্র সম্ভব আলোচনা অনুষ্ঠানকে সমর্থন করে।
কোটেডিভা সরকারকে চীন সরকারের দেওয়া ডাক-সামগ্রি হস্তান্তর অনুষ্ঠানে বাগ্বো উল্লিখিত কথা বলেছেন। তিনি বলেছেন, অধিকাংশ দেশ একচীন স্বীকার করে। চীন সরকারের হংকং ও ম্যাকাও সমস্যা সমাধানের উপায় খুবই ভাল দৃষ্টান্ত । একই উপায়ে থাইওয়ান সমস্যা সমাধান করা উচিত।
হস্তান্তর অনুষ্ঠানে, কোটেডিভাস্থ চীনের রাষ্ট্রদূত মা চিশ্যুই প্রেসিডেন্ট বাগ্বোর কাছে চীন সরকারের দেওয়া ১.৮ বিলিয়ন আফ্রিকান ফ্রানক(প্রায় ২৭লক্ষ ৯০ হাজার মার্কিন ডলার)মূল্যের ডাক সামগ্রি ও সাজ-সরজ্ঞাম হস্তান্তর করেছেন।
|