বন্ধুরা, আপনারা এখন যে গান শুনছেন তার নাম হচ্ছে জ্যাসমিন ফুল। এই গানে জ্যাসমিন ফুলের প্রতি মানুষের অনুরাগ প্রকাশ পেয়েছে।জ্যাসমিন ফুল নামে এই গান চীনে খুব জনপ্রিয়। তা ছাড়া, এই গান অনেক বিদেশী বন্ধুর সমাদর পেয়েছে। ইউনে স্কো এই গান বাছাই করে এশিয় সংগীত শিক্ষার পাঠ্যপুস্তকে অন্তর্ভূক্ত করেছে। তাই বলা যায়,এই গান চীনের লোকগীতির প্রতিনিধি। আচ্ছা,এখন আমার সংগে এই গানটি উপভোগ করবো।
চিয়াং সু প্রদেশ চীনের দক্ষিণাঞ্চলের মধ্য বা নীচ অববাহিকা অঞ্চলে অবস্থিত। সেখানে আবহাওয়া খুব উদাব, প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর, শক্তি-সম্পদ খুব বৈচিত্র্যময়। চিয়াং সু প্রদেশের লোকগীতি তার প্রাকৃতিক দৃশ্যের মতো সুন্দর ও মধুর। চিয়াং সু প্রদেশের লোকগীতির মধ্যে আরো একটি বিশেষ স্টাইল রয়েছে। তা হলো চাষাকদের সংগীত। যখন কৃষকরা জমিতে কাজ করে, তখন তারা এই ধরনের সংগীত গাইবে। এই ধরনের গান সব ক্লান্ত মুছে দেয়। এখন আমরা একসংগে এই ধরনের একটি গান শুনবো।
|