বাজেট প্রণয়ন প্রক্রিয়া ধরন বদলে যাচ্ছে। বাজেট প্রণয়নের প্রাথমিক আলোচনা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এবার চারটি মন্ত্রণালয়ের জন্য আলাদা বাজেট প্রণয়ন করা হবে। আরও দুইটি মন্ত্রণালয়ে এই নতুন বাজেট প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসবে। সম্পূর্ণ প্রক্রিয়াটিই দারিদ্র্য বিমোচন কৌশলপত্রের আওতায় আনা হয়েছে। দারিদ্র্য বিমোচনের লক্ষ্যকে সামনে রেখেই চারটি মন্ত্রণালয়ের তিন বছর মেয়াদী বাজেট তৈরী করা হচ্ছে। তিন বছর মেয়াদী বাজেটের এখন চারটি মন্ত্রণালয়ই প্রণয়ন করবে। বাস্তবায়নের ক্ষেত্রে তারাই ভূমিকা রাখবে। ধরা হচ্ছে এর ফলে ওভারল্যাপিং এর মতো বিষয়গুলো থেকে মুক্ত হতে পারবে। বাজেটে সম্পদের অপব্যবহারও কমে যাবে এবং সঙ্গে সঙ্গে বাজেট প্রণয়ন প্রক্রিয়াটি বিকেন্দ্রীয়করণ করার প্রক্রিয়াও শুরু হয়েছে।
ইত্তেফাক থেকে
|