চীনের কোমিংটাং পার্টির চেয়ারম্যান লিয়েন চানের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল ২৬ এপ্রিল তাইওয়ান থেকে হংকং হয়ে মূলভুভাগের নানচিং শহরে পৌছে তার আটদিনব্যাপী সফর শুরু করেছেন। চীনের কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হু চিন থাওয়ের আমন্ত্রনে লিয়েন চান মূলভুভাগ সফরে এসেছেন । ৫০ বছর আগে গৃহযুদ্ধে পরাজয়বরণের পর কোমিংটাং পার্টি তাইওয়ানে অবস্থান করতে শুরু করে। লিয়েন চান হচ্ছেন গত ৫০ বছরে মূলভূভাগে সফরে আসা কোমিংটাং পার্টির প্রথম চেয়ারম্যান । বর্তমানে কোমিংটাং পার্টি হচ্ছে তাইওয়ানের বৃহত্তম বিরোধী পার্টি।
নানচিং সফরকালে লিয়েনচান ও তার সফরসঙ্গীরা চীনের গণতান্ত্রিক বিপ্লবের অগ্রনীদূত , চীনের কোমিংটাং পার্টির প্রতিষ্ঠাতা ডঃ সান ইয়াত সেনের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেছেন , নানচিং থেকে লিয়েনচান রাজধানী পেইচিং সফরে আসবেন ।
|