২৬ এপ্রিল চীনের পিপল্স ডেইলী পত্রিকার একটি প্রবন্ধে উপপ্রধানমন্ত্রী চেন ফেইইয়েনের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে , বসতবাড়ীর দামের অতি দ্রুত বৃদ্ধির প্রবনতা নিবৃত্ত করা এই বছর চীন সরকারের সামষ্টিক নিয়ন্ত্রনের একটি গুরুত্বপূর্ণ কর্তব্য । তিনি সংশ্লিষ্ট বিভাগের প্রতি বাজারের চাহিদা নিয়ন্ত্রন করে বসতবাড়ীর দাম বাড়ার গতি কমানোর চেষ্টা করার নির্দেশ দিয়েছেন । ২৪ ও ২৫ এপ্রিল সাংহাই মহানগরে অনুষ্ঠিত চীনের কিছু শহরের বসতবাড়ীর কেনাবেচা পরিস্থিতি সম্পর্কিত একটি আলোচনা সভায় চেন ফেই ইয়েন এই কথা বলেছেন । তিনি আরো বলেছেন , বর্তমানে বসতবাড়ী কেনাবেচা বাজারের প্রধান সমস্যা হলো বসতবাড়ীর দামের অতিদ্রুত বৃদ্ধি , বাজারের অতিরিক্ত চাহিদা আর বসতবাড়ীর অযৌক্তিক সরবরাহ ব্যবস্থা । তিনি সংশ্লিষ্ট বিভাগের প্রতি অর্থবিনিয়োগের জন্য বসতবাড়ী ক্রয়ের ব্যাপারে কড়া নিয়ন্ত্রন ব্যবস্থা নেয়া আর মাঝারী ও কম দামের বসতবাড়ী ও নিম্ন ভাড়ার বাড়ীর সরবরাহ বাড়ানোর নির্দেশ দিয়েছেন ।
একটি পরিসংখ্যান থেকে জানা গেছে , এই বছরের প্রথম তিন মাসে চীনের ৩৫টি বড় ও মাঝারী আকারের শহরের বসতবাড়ীর দাম স্থিরগতিতে বেড়েছে , বেশীর ভাগ শহরের দাম গত বছরের চেয়ে ১০ শতাংশ বেড়েছে , সাংহাইয়ে বাড়ীর দাম প্রায় ২০ শতাংশ বেড়েছে ।
|