চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং ২৬ তারিখে পেইচিংয়ে একটি নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন, চীন পক্ষ মনে করে, বর্তমানে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে আদানপ্রদান জোরদার করা পারস্পরিক সমঝোতা উন্নয়নের জন্যে কল্যাণকর।
তিনি বলেছেন, চীন পক্ষ মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী হিলের চীন সফরকে স্বাগত জানিয়েছে। তাঁর সঙ্গে চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক, কোরীয় উপদ্বীপের পারমাণবিক সমস্যা এবং অন্য অভিন্ন স্বার্থ- সংশ্লিষ্ট আন্তর্জাতিক আর আঞ্চলিক প্রশ্ন নিয়ে মত বিনিময় করতে ইচ্ছুক।
জানা গেছে, চীনের পররাষ্ট্র উপমন্ত্রী তাই বিং কুও একইদিনে বিকালে পেইচিংয়ে হিলের সঙ্গে সাক্ষাত্ করেছেন। সফরসূচী অনুযায়ী চীনের উপমন্ত্রীপররাষ্ট্র ইয়াং জিয়ে ছি, উ তা ওয়েও আলাদা আলাদাভাবে হিলের সঙ্গে সাক্ষাত্ করবেন।
|