২৬ এপ্রিল সিংগাপুর ও মালয়েসিয়ার মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তিতে জোহোর প্রণালীর কাছে সিংগাপুরের সমুদ্র ভরাট প্রকল্প থেকে উদ্ভুত মতবিরোধ মীমাংসিত হয়েছে।
এই চুক্তি অনুযায়ী সমুদ্র ভরাট প্রকল্পটির জন্য মালয়েসিয়ার জেলেদের যে ক্ষতি হয়েছে সিংগাপুর তা পুরণ করবে । সিংগাপুর প্রকল্পটির কিছু পরিবর্তনও করবে ।
দুদেশের প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়েছে ,মালয়েসিয়া আন্তর্জাতিক সমুদ্র আদালতে সিংগাপুরের বিরুদ্ধ যে মামলা দায়ের করেছিল তা প্রত্যাহার করা হবে ।
উল্লেখ করা যেতে পারে যে ,২০০২ সালের প্রথম দিকে মালয়েসিয়া প্রকল্পটির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আন্তর্জাতিক সমুদ্র আদালতে সিংগাপুরের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল
|