চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং ২৬ তারিখে পেইচিংয়ে বলেছেন , চীন ও জাপানের উচ্চ পর্যায়ের আদানপ্রদান ও যোগাযোগের উপর চীন গুরুত্ব দেয় , দু'পক্ষের উচিত যৌথ প্রয়াস চালিয়ে এর জন্য শর্ত যুগানো ।
চীনের পররাষ্ট্র মন্ত্রাণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে সংবাদদাতার প্রশ্ন ছিল : জাপান সরকার আশা করে চীনের প্রধানমন্ত্রী উয়েন চিয়া পাও জাপান সফর করবেন এবং জাপানের আইটোমো জেলায় অনুষ্ঠিতব্য বিশ্ব মেলায় অংশগ্রহণ করবেন , এর ওপর চীনের কোনো মন্তব্য আছে ? এই প্রশ্নের উত্তর দেয়ার সময় ছিন কাং এই কথা বলেছেন ।
|