অবৈধভাবে অন্যদের ট্রেডমার্ক ব্যবহারকারীদের বিরুদ্ধে চীনের বিশেষ অভিযানে প্রাথমিক সাফল্য অর্জিত হয়েছে। চীনের নিরাপত্তা বিভাগ অপরাধীদের বিরুদ্ধে ৩৭৯টি মামলা দায়ের করেছে এবং দেশ ও শিল্পপ্রতিষ্ঠানের জন্য প্রায় চার কোটি ইউয়ান বাঁচিয়েছে ।
চীনের নিরাপত্তা বিভাগের কর্মকর্তা জাং তাও জানিয়েছেন , এই একবছরব্যাপী বিশেষ অভিযান গত বছরের নভেম্বর মাসে শুরু হয় । প্রসিদ্ধ ট্রেডমার্ক নকল করা ও আন্তর্দেশীয় জাল পন্য তৈরী ও পাঁচার সহ অন্যদের ট্রেডমার্ক অপব্যবহার ইত্যাদি সাত ধরনের অপরাধ দমনই এই বিশেষ অভিযানের প্রধান লক্ষ্য ।
জাং তাও জোর দিয়ে বলেছেন , পরবর্তী পর্যায়ে রচনা ও আবিস্কারের স্বত্ত্বাধিকার লংঘনের তত্পরতার উপরে আরো প্রচণ্ড আঘাত হানা হবে ।
|