![]( /mmsource/images/2005/04/26/kong.jpg)
খোং ছুয়েন, পুরুষ, ১৯৫৫ সালের নভেম্বরে পেইচিংয়ে জম্ম। বিশ্ববিদ্যালয়ের স্নাতক। ১৯৭৭-১৯৮২ সালে বেলজিয়ামে চীনের দূতাবাসের কর্মকর্তা, এট্যাশে ছিলেন। ১৯৮২-১৯৮৪ সালে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিভাগের এট্যাশে ছিলেন। ১৯৮৪-১৯৮৫ সালে ফ্রান্সের রাষ্ট্রীয় রাজনীতি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন। ১৯৮৫-১৯৯৫ সালে পররাষ্ট্রমন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিভাগের তৃতীয় সচিব, দ্বিতীয় সচিব, ডেপুটি, ডিরেক্টার, প্রথম সচিব, ডিরেক্টার। ১৯৯৫-১৯৯৬ সালে পররাষ্ট্রমন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিভাগের কাউন্সেলার ছিলেন। ১৯৯৬-১৯৯৯ সালে ফ্রান্সে চীনের দূতাবাসের কাউনসেল্লার, মিনিস্টারের পদমর্যাদা-সম্পন্ন কাউন্সেলার ছিলেন। ১৯৯৯-২০০০ সালে পররাষ্ট্রমন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিভাগের উপ মহাপরিচালক ছিলেন। ২০০০-২০০১ সালে চীনের থিয়ান চিনের থাং গু ডিস্ট্রিক্টের পার্টির স্ট্যান্ডিং কমিটির সদস্য ছিলেন। ২০০১- পররাষ্ট্রমন্ত্রণালয়ের তথ্য বিভাগের মহাপরিচালক হন। তিনি বিয়ে করেছেন, তাঁর একজন মেয়ে আছে।
|