v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-04-26 10:36:03    
চীন ও ইন্দোনেশিয়ার রণনৈতিক অংশীদার সম্পর্ক গঠনের যৌথ ঘোষণা স্বাক্ষ

cri
    চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ২৫ এপ্রিল ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলোর সঙ্গে বৈঠক করেছেন এবং দু'দেশের রণনৈতিক অংশীদার সম্পর্ক গঠনের যৌথ ঘোষণা স্বাক্ষর করেছেন।

    সাক্ষাতকালে হু চিন থাও ৭ টি প্রস্তাব উত্থাপন করেছেন। তা হলো: দু'পক্ষের মধ্যে রণনৈতিক আলাপ-পরামর্শ জোরদার করা ও এ বছরের মধ্যে রাষ্ট্রপ্রধানদের সফরবিনিময় বাস্তাবয়ন করা , আর্থবানিজ্যিক সহযোগিতা সম্প্রসারণ করা, নিরাপত্তা সহযোগিতা জোরদার করা, প্রতিরক্ষার নিরাপত্তা বিষয়ক আলাপ-পরামর্শ ব্যবস্থা গঠন করা, দুর্যোগ প্রতিরোধ ও দুর্গত অঞ্চলের পুনর্গঠনে সহযোগিতা জোরদার করা, সামাজিক আদান-প্রদান সম্প্রসারণ করা, চীন-আসিয়ান সম্পর্ক উন্নয়ন ও পূর্ব এশিয়ার সহযোগিতা প্রক্রিয়া সামনে এগিয়ে নিয়ে যাওয়া এবং উন্নয়নমুখী দেশগুলোর ঐক্য ও সহযোগিতা জোরদার করা।

    সুসিলো হু চিন থাওয়ের প্রস্তাবে সক্রিয় প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, এশিয় ও আন্তর্জাতিক বিষয়াদিতে চীন যে সক্রিয় ভূমিকা পালন করছে ইন্দোনেশিয়া তার উচ্চস্তরের মূল্যায়ন করে ও স্বাগত জানায়। তিনি আরেকবার ঘোষণা করেছেন, ইন্দোনেশিয়া একচীন নীতিতে অবিচল থাকবে এবং চীনের একীকরণ বাস্তবায়নকে সমর্থন করতে থাকবে।

    এইদিন হু চিন থাও আলাদা আলাদাভাবে ইন্দোনেশিয়ার ভাইস-প্রেসিডেন্ট জুসুফ, ইন্দোনেশিয়ার গণ পরামর্শ সম্মেলনের চেয়ারম্যান হিদায়াট, ইন্দোনেশিয়ার গণ প্রতিনিধি সম্মেলনের স্পীকার আকং এবং স্থানীয় প্রতিনিধি পরিষদের স্পীকার কিনানদজার-এর সঙ্গেও বৈঠক করেছেন। দু পক্ষ একইদিন স্বাক্ষরিত যৌথ ঘোষণার ভিত্তিতে বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা সম্প্রসারণ করতে ইচ্ছুক।