|
|
(GMT+08:00)
2005-04-26 10:28:37
|
টর্নেডোঃ মির্জাপুরের ১০ গ্রাম লণ্ডভণ্ড(ছবি)
cri
গতকাল সোমবার সকালে মির্জাপুর ও সুখিপুর উপজেলা ও ৩টি ইউনিয়নে টর্নেডোতে শত শত ঘরবাড়ী সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে মাটির সঙ্গে মিশে গেছে। হাজার হাজার গাছাপালা উপড়ে পড়েছে। ফসলের হয়েছে ব্যাপক ক্ষতি। গাছাপালার নিচে চাপা পরে এবং বিধ্বস্ত ঘরের নিচে পড়ে শিশু ও মিহলাসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতাল এবং ক্লিনিকে চিকিত্সা দেয়া হয়েছে। মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়নের ৪টি গ্রাম এবং সখিপুর উপজেলার হাতিবান্দা ও কামিলাচালা ইউনিয়েনের ৬টি গ্রাম লণ্ডভণ্ড হয়ে গেছে। সোমবার দুপুরে হাতিবান্দা, কামিলাচালা , টেকিপাড়া, দরানীপাড়া, খুদিয়াঝুড়ি আমরাতৈল, মালতিপাড়া সিকদার, বাড়ি এবং বেলকাচাল গ্রামে গিয়ে দেখা গেছে, ঘরবাড়ী হারিয়ে লোকজন খোলা আকাশের নিচে অবস্থান করছে। টর্নেডো ও শিলাবৃষ্টিতে পুরো এলাকার বোরো ধান সম্পূর্ণ মাটিতে মিশে গেছে। কৃষকরা একমুঠো ধানও গোলায় উঠাতে পারবে না। এলাকার ঘরে ঘরে আহাজারি। বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে ও তার ছিঁড়ে পুরো এলাকায় বিদ্যুত্ যোগাযোগ বিচ্ছিন্ন।
|
|
|