সম্প্রতিপ্রকাশিত চীনের রাষ্ট্রীয় পরিষদের একটি দলিলপত্রে বিভিন্ন স্থরের সরকারের উদ্দেশ্যে প্রশাসনিক কাজকর্ম আরো উন্মুক্ত করার আহ্বান জানানো হয়েছে, যাতে সরকারের কাজকর্মের স্বচ্ছতা ক্রমাগত উন্নত হয় এবং সরকার আর জনসাধারণের মধ্যকার যোগাযোগের পথ আরো সুগম হয়।তা ছাড়া জনসাধারণের নেতাদের কর্মকান্ড জানার অধিকার , সংশ্লিষ্ট ব্যাপারে সামিল থাকার অধিকার আর তত্ত্বাবধানের অধিকার ইত্যাদি গণতান্ত্রিক অধিকার বাস্তবে নিশ্চিত করা যায়।
দলিলপত্রে বলা হয়েছে, বিভিন্ন স্তরের সরকারকে জনসাধারণের মৌলিক স্বার্থের সংগে জড়িত বিষয়াদি সরকারের প্রশাসনিক উন্মুক্তির প্রধান বিষয়বস্তু বলে গণ্য করতে হবে।তথ্য জ্ঞাপনের মাধ্যমে নিয়মিতভাবে সরকারের প্রশাসনিক তথ্য প্রকাশ করতে হবে।
|