সম্প্রতি চীনের উপপ্রধানমন্ত্রী হুয়াং চু মধ্যচীনের আন হুই প্রদেশ পরিদর্শন করার সময় জোর দিয়ে বলেছেন , মধ্যচীনকে বর্তমান উন্নয়নের ভালো সুযোগ আকড়ে ধরে অর্থনৈতিক ব্যবস্থার সংস্কার তরান্বিত করতে হবে এবং উন্নয়নের একটি নতুন পথ বেয়ে অগ্রসর হতে হবে ।
হুয়াং চু আরো বলেছেন , মধ্য চীনের উন্নয়ন তরান্বিত করা চীন সরকারের প্রনীত একটি গুরুত্বপূর্ণ রণনৈতিক সিদ্ধান্ত । তিনি জোর দিয়ে বলেছেন , মধ্য অঞ্চলকে নতুন শিল্পায়নের পথ বেয়ে চলতে হবে , নিজ অঞ্চলের বাস্তব অবস্থা অনুসারে শক্তিশালী শিল্প ও বৈশিষ্ট্যময় পন্যের উত্পাদন বাড়াতে হবে , শিল্পায়নের গতি বাড়াতে হবে , শক্তি ও সম্পদের অপচয় কমাতে হবে , অর্থবিনিয়োগের পরিবেশ উন্নত করতে হবে এবং আরো ভালোভাবে উন্মুক্ত নীতি কার্যকরী করতে হবে ,যাতে অর্থনীতির দ্রুত ও কার্যকর উন্নতি বাস্তবায়িত হয় ।
|