২৫এপ্রিল পেইচিংয়ের ওলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটি সুত্রে জানা গেছে ,পেইচিংয়ের ওলিম্পিক গেমসের স্টেডিয়াম ও জিমনেসিয়ামের বাস্তু উপকরণ কেনার জন্য আগামী জুলাই মাসে আবার আন্তর্জাতিক টেন্ডার আহবান করা হবে ।
বহুদেশের শিল্পপ্রতিষ্ঠান দরপত্র দাখিলের ইচ্ছা প্রকাশ করেছে ।
জানা গেছে , ২০০৮ সালে পেইচিংয়ের ওলিম্পিক গেমসেরস্টেডিয়াম ও জিমনেসিয়াম নির্মানকাজ যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য বাস্তু উপকরণ ক্রয়ের তথ্য -জ্ঞাপন সভা আয়োজিত হয়েছে এবং একাধিকবার টেন্ডার আহবান করা হয়েছে । প্রতিটি স্টেডিয়ামের ঠিকাদার নির্ধারিত হয়েছে ।
|