চীনের প্রধান মন্ত্রী ওয়েন জিয়া বাও সম্প্রতি সান সি ও সি চুয়ান প্রদেশে পরিদর্শনের সময় বলেছেন , চীনের গ্রামাঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নের গতি দ্রুততর হতে হবে যাতে কৃষকের আরো বেশী উপকার হয় ।
প্রধান মন্ত্রী ওয়েন উল্লেখ করেছেন , কৃষি ও পল্লী গ্রামের উন্নয়নে প্রাণশক্তি সঞ্চার করার জন্য গ্রামাঞ্চলের সংস্কার জোরদার করতে হবে ।
তিনি জোর দিয়ে বলেছেন , শিল্পায়ন ও নগরায়নের দ্রুত প্রবণতার সঙ্গে সংগতি রেখে সক্রিয়ভাবে গ্রামাঞ্চলের উদ্বৃত্ত জনশক্তি স্থানান্তরের ব্যবস্থা নিতে হবে ।
তিনি সকল স্তরের গণ সরকারকে খাদ্যশস্য উত্পাদন বাড়ানো গ্রামাঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি প্রসারিত করা এবং দারিদ্র্য মোচনে আরো বেশী অর্থ বরাদ্দ করার আহ্বান জানিয়েছেন।
|