একুয়েডরের প্রাক্তন প্রেসিডেন্ট লুসিও গুটিয়েরেজ ২৪ তারিখ দুপুরে ব্রাজিলের বিমান বাহিনীর বিমান যোগে ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় পৌঁছেছেন। একইদিন ব্রাজিলে তাঁর রাজনৈতিক আশ্রয় শুরু হয়েছে।
সেখানকার টেলিভিশন কেন্দ্রের খবরে জানা গেছে, গুটিয়েরেজ ব্রাসিলিয়ায় পৌঁছার পর ব্রাজিলের প্রেসিডেন্ট ভবনের হেলিকপ্টার যোগে ব্রাজিলের একটি বাড়িতে গিয়েছেন। তাঁর স্ত্রী ও এক মেয়ে তাঁর সঙ্গেই রয়েছেন। অন্য মেয়ে স্বেচ্ছায় একুয়েডরে রয়ে গেছেন।
গুটিয়েরেজ একই দিন ভোরে একুয়েডরস্থ ব্রাজিলের দূতাবাস থেকে সরাসরি ব্রাজিলে গিয়েছেন। একুয়েডরের সরকার ২৩ তারিখ সন্ধ্যায় গুটিয়েরেজের কাছে দেশত্যাগের অনুমতিপত্র দিয়েছে।
|