চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির অধীনস্থ থাইওয়ান বিষয়ক কার্য্যালয়ের প্রধান ছেন ইয়ুন লিন ২৪ এপ্রিল সন্ধ্যায় পেইচিংয়ে থাইওয়ানের ছিন মিন পার্টির সচিব ছিন চিন শেং-এর নেতৃত্বাধীন ছিন মিন পার্টির অগ্র কর্ম দলের সঙ্গে বৈঠক করেছেন। দু'পক্ষ ছিন মিন পার্টির চেয়ারম্যান সং ছু ইয়ুর মূলভূভাগ সফর ও তাঁকে অভ্যর্থনা জানানোর বিষয়ে আলোচনা করেছে এবং সংশ্লিষ্ট পরিকল্পনা করেছে।
দু'পক্ষ একমত হয়েছে যে, এবারকার সফরের বন্দোবস্ত করে পার্টিতে-পার্টিতে সংলাপের পদ্ধতি স্থাপন করতে হবে এবং দু'তীরের সম্পর্ক উন্নত ও দু'তীরের জনগণের ক্ল্যান সাধনের প্রচেষ্টা চালাতে হবে।
জানা গেছে, ছিন চিন শেং-এর নেতৃত্বাধীন অগ্র কর্ম দল একই দিন বিকেলে পেইচিং পৌঁছেছে। তাদের প্রধান লক্ষ্য হলো ছিন মিন পার্টির চেয়ারম্যান সং ছু ইয়ুর মূলভূভাগ সফরের বন্দোবস্ত করা। ছিন চিন শেং ও তাঁর সফরসঙ্গীরা সম্ভবতঃ ২৭ এপ্রিল থাইওয়ানে ফিরে যাবেন।
|