v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-04-25 11:10:00    
পেইচিংয়ের অলিগলি ও চক-মেলানো বাড়ী

cri

    চীনের রাজধানী পেইচিংয়ের কথা শুনলে লোকেদের মনে পড়ে নিষিদ্ধ নগরী , পেইচিংয়ের অলিগলি ও চক-মেলানো বাড়ীর কথা । পেইচিংয়ের অলিগলি ও চক- মেলানো বাড়ী হচ্ছে পেইচিং শহরের প্রাচীন সংস্কৃতি ও রীতিনীতির বাহন ।

    হু থোং হল রাজধানী পেইচিংয়ের একটি বৈশিষ্ট্য । সেগুলোর অধিকাংশই গড়ে উঠে বারো শো ছয় সাল থেকে উনিশশো এগারো সাল পর্যন্ত স্থায়ী ইউয়ান , মিং ও ছিং রাজবংশের আমলে । প্রধান প্রধান হু থোং রাজপ্রাসাদ অর্থাত্ নিষিদ্ধ নগরীর পূর্ব ও পশ্চিম পাশে অবস্থিত । অধিবাসীদের অধিকাংশই ছিলেন রাজার আত্মীয়স্বজন ও অভিজাত সম্প্রদায় । সাদামাটা হু থোংয়ের অধিকাংশই রাজপ্রাসাদের অপেক্ষাকৃত দূরের দক্ষিণ ও উত্তর দিকে আস্থিত । অধিবাসীদের অধিকাংশই হলেন ব্যবসায়ী ও সাধারন নাগরিক ।

    পেইচিংয়ের হু

থোংয়ের প্রস্থ সমান নয় । যেমন ধরা যাক , ছিয়েনসি নামের একটি হো থোংয়ের যে অংশ সবচেয়ে সরু , সে অংশের প্রস্থ মাত্র সূন্য দশমিক চার মিটার আর যে অংশ সবচেয়ে প্রশস্ত সে অংশের প্রস্থও মাত্র শূন্য দশমিক আট মিটার । মোটা লোকেরা এই গলিতে ঢুকতে পারেন না । পেইচিংয়ের অধিকাংশ হু থোং সরল রেখার মতো । কিন্তু চিউ দাও ওয়েন নামের হু থোংয়ের বিশ-বাইশটি বাঁক আছে । এর ভেতর থেকে সহজে বেরিয়ে আসতে পারেন এমন লোকের সংখ্যা নগন্য । পেইচিংয়ের হু থোংয়ের নামের উত্পত্তি বিভিন্নভাবে হয়েছে । কোনো কোনো হু থোংয়ের নামকরণ করা হয়েছে লোকের নামে । কোনো কোনোটার নামকরণ করা হয়েছে উদ্ভিদ বা প্রাণীর নামে । যেমন লিউসু হু থোং অর্থাত্ উইলো হু থোং , ইয়াং ছুয়ান হু থোং অর্থাত্ ছাগল গ্রাম হু থোং । আবার কোনো কোনোটা নামকরণ করা হয়েছে বাজারের বানিজ্য নিয়ে । যেমন সিয়েন ইউ খো হু থোং অর্থাত্ টাটকা মাছ হু থোং । অনেক হু থোংয়ের নামকরণ করা হয়েছে তাদের তাকার আকৃতি অনুসারে । যেমন খুয়ান চিয়ে অর্থাত্ প্রশস্ত সড়ক হু থোং , চিয়া দাও অর্থাত্ সরু গলি , চু কাং অর্থাত্ বাঁশের মতো লম্বা সরু গলি , সিয়াও লা পা অর্থাত্ ছোট তূরীর মতো একদিক সরু আরেক দিক প্রশস্ত গলি , ইত্যাদি ইত্যাদি ।

    পেইচিং শহরে ছোট বড় বহু হু থোং আছে । এগুলোর প্রায় যাবতীয় স্থাপত্যকর্মই হলো চক-মেলানো বাড়ী । নাম থেকেই বোঝা যায় , চক-মেলানো বাড়ী হচ্ছে পূর্ব , পশ্চিম উত্তর দক্ষিণ এই চারদিকের ঘরবাড়ী আর মাঝখানে আঙিনা নিয়ে গঠিত চারকোনাকার রুদ্ধা বাসস্থান ।

    পেইচিংয়ের চক-মেলানো বাড়ীর আকার বিশালতা ও সাজসজ্জা কড়াকড়িভাবে মালিকের পদমর্যাদা অনুসারে হয়েছে । সাধারণ নাগরিকদের চক-মেলানো বাড়ীগুলোর গঠন সহজ , দেয়াল নিচু ও দ্বারের প্রবেশপথ সরু । উচ্চপদস্থ কর্মকর্তা ও ধনী ব্যবসায়ীদের চক-মেলানো বাড়ীগুলো জাঁকজমকপূর্ণ । সেগুলোর ভেতরে উদ্যান , কৃত্রিম পাহাড় ও পুকুর পর্যন্ত আছে ।

    চক-মেলানো বাড়ী সাধারণতঃ গেট , গেটের পেছনের দেয়াল , প্রধান ঘর পার্শ্বতবর্তী ঘরগুলো ইত্যাদি নিয়ে গঠিত এবং কাঠের তৈরী ।

    স্ট্যান্ডার্ড চক-মেলানো বাড়ীতে আছে সামনের আঙিনা ও পেছনের আঙিনা । সামনের আঙিনার দক্ষিণদিকের ঘরবাড়ী হচ্ছে অতিথি থাকার ঘর , বইঘর ইত্যাদি । পেছনের আঙিনায় আছে মালিকদের থাকার ঘর ।

    বসতবাড়ী হলেই পেইচিংয়ের চক-মেলানো বাড়ীর সাজসজ্জা , খোদাইকর্ম , চিত্রাংকন ইত্যাদির সর্বএই চীনের ঐতিহ্যিক সংস্কৃতি ও রীতিনীতির পরিচয় মেলে ।