v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-04-25 11:08:29    
উইগুর চিকিত্সা বিদ্যা

cri
    সিনচিয়াং উইগুর স্বায়ত্ত শাসিত অঞ্চল বিস্তীর্ণ। তার আয়তন চীনের ভূভাগের মোট আয়তনের এক ষষ্ঠাংশ। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এই অঞ্চলে উইগুর, কাজাখ-সহ অনেক সংখ্যালঘুজাতির বাস। ওখানকার অদ্বিতীয় নৃ-গোষ্ঠী ভৌগোলিক অবস্থা, আবহাওয়া ইত্যাদি শর্তের কারণে আড়াই হাজার বছর পুরানো উইগুর চিকিত্সাবিদ্যা চীনের চিকিত্সাবিদ্যা ক্ষেত্রের একটি ফুলে পরিণত হয়েছে।

    চ্যুলাইদি নামে উইগুর জাতির একজন যুবক, সম্প্রতি তার আনন্দ আর ধরে না। তাঁর গলায় যে ব্যথা ছিল, এখন তা দূর হয়েছে। যখন তিনি উইগুর ওষুধ খেয়েছেন, তখন থেকে তাঁর গলায় ব্যথা আর নেই। তিনি আমাদের বলেছেন, "আগে তার গলায় সময়ে সময়ে ব্যথা ছিল। অনেক ওষুধ খেয়েছেন। কিন্তু ব্যথা সারে নি। উইগুর ওষুধ খাওয়ার পর তার গলার অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। এখন তার গলা-ব্যথার পাশাপাশি দাঁতের ব্যথাও চলে গেছে।

    উইগুর চিকিত্সা বিদ্যার ইতিহাস আড়াই হাজার বছর দীর্ঘ। এটা চীনের ঐতিহ্যিক চিকিত্সা পদ্ধতি ও ওষুধের অন্যতম গুরুত্বপূর্ণঅংশ। প্রাচীন উইগুর ওষুধ বিষয়ক মৌলিক কাঠামো আর ধারণা খৃষ্টঃপূর্ব চতুর্থ শতাব্দিতেই আপাততঃ গড়ে উঠেছে। উইগুর চিকিত্সা ও ওষুধের ইতিহাস বিশেষজ্ঞ আরফু মনে করেন যে, বেশমী পথ-এর সমৃদ্ধি উইগুর চিকিত্সা ও ওষুধ ব্যবস্থার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি বলেছেন, সিনচিয়াং উইগুর স্বায়ত্ত শাসিত অঞ্চল মধ্য এশিয়ার কেন্দ্রস্থলে অবস্থিত। এটা ইউরোপ ও এশিয়াকে সংযুক্তকারী রেশমী পথের সংযোগস্থল। ২ হাজার বছরেরও বেশি সময় আগে চীনের হান রাজবংশ আমলে আর ১ হাজার ৪ শো বছরেরও বেশি সময় আগে থাং রাজবংশ আমলে প্রাচীন রেশমী পথ সমৃদ্ধিশালী হবার পর উইগুর চিকিত্সাপদ্ধতি ও ওষুধ অন্যান্য দেশের চিকিত্সা চিকিত্সা পদ্ধতি ও ওষুধের প্রাধান্যের ভিত্তিতে নিজের রীতিনীতিসম্পন্ন তত্ত্ব হয়ে দাঁড়িয়েছে।

    আরফু বলেছেন, উইগুর চিকিত্সা পদ্ধতি ও ওষুধ ক্রমাগত বিকশিত হবার মাধম্যে চিকিত্সার দিক থেকে নিজের অসাধারণ ফলপ্রসূতা অর্জন করেছে। এটা ব্যাপক জনসাধারণের রোগ দূর করার জন্য সক্রিয় ভূমিকা পালন করেছে।

    তাহলে উইগুর চিকিত্সা পদ্ধতি ও ওষুধের কি ধরণের বৈশিষ্ট্য আছে? সত্তর বছরেরও বেশি বয়সী সিনচিয়াংয়ের উইগুর ডাক্তার পাকইসুফ-আচির জন্ম উইগুর জাতির একটি ডাক্তারের বাড়িতে। গত চল্লিশ বছরেরও বেশি সময় ধরে তিনি হাসপাতালে চাকরি করে আসছেন। তিনি আমাদের জানিয়েছেন, চীনের ঐতিহ্যিক ওষুধের মতো উইগুর চিকিত্সায়ও নিজের অদ্বিতীয় পদ্ধতিতে ওষুধ তৈরী ও ব্যবহার করা হয়। তিনি বলেছেন, উইগুর জাতির তিন ধরণের ওষুধ আছেঃ বর্ণৌষধি, খনিজ আর প্রানীজ ওষুধ। তিন ধরনের ওষুধের যার যার চিকিত্সার বৈশিষ্ট্য আছে। যেমন সাত আটটি ধরণের বর্নৌষধি মিশিয়ে প্রথম মাঝারি পর্যায়ের অন্ননালী ও পেটের ক্যান্সার আরোগ্য করা যায়।

    পাকইসুফ আচি বলেছেন, উইগুর চিকিত্সা পদ্ধতির ক্ষেত্রে ওষুধ ভিত্তিক চিকিত্সার প্রয়োগ সবচাইতে বেশি। উইগুর ওষুধ তৈরীর জন্য কাঁচামাল হিসেবে প্রাকৃতিক লতাপাতা ব্যবহার করা যায়। এই ধরণের ওষুধের নেতিবাচক প্রভাব কম, কিন্তু চিকিত্সার ফলপ্রসূতা ভাল আর স্পষ্ট। উইগুর চিকিত্সা পদ্ধতির মধ্যে ওষুধ পদ্ধতি ছাড়াও পথ্য পদ্ধতি, রক্ষনাবেক্ষণ পদ্ধতি ইত্যাদি চিকিত্সা পদ্ধতিও খুবই জনপ্রিয়।

    বর্তমানে সিনচিয়াং উইগুর স্বায়ত্ত শাসিত অঞ্চলের বিভিন্ন অঞ্চলে মোট ৪০টি উইগুর চিকিত্সা সংস্থাপ্রতিষ্ঠিত হয়েছে। উইগুর চিকিত্সকদের সংখ্যা ২ হাজার ৭ শোরও বেশি হয়েছে এবং ৫টি উইগুর ওষুধ কোম্পানী প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে সিনচিয়াং উইগুর স্বায়ত্ত শাসিত অঞ্চলে মোটামুটিভাবে চিকিত্সা, শিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা আর ওষুধ উত্পাদনভিত্তিক উন্নয়নের কাঠামো গড়ে তোলা হয়েছে।

    অঞ্চলটির রাজধানী উরুমুচিতে অবস্থিত সিনচিয়াং উইগুর হাসপাতাল একটি বহুমুখী হাসপাতাল। এই হাসপাতালের প্রধান জনাব আইহেদি আবলিজ এই হাসপাতালের চিকিত্সার বৈশিষ্ট্য প্রসঙ্গে বলেছেন, বহু বছর ধরে বিকাশের ধারায় আমাদের হাসপাতালে চর্ম রোগ, হৃদরোগ ও রক্তনালী রোগ, অস্থি চিকিত্সা বিদ্যা ইত্যাদি রোগ চিকিত্সার বিষয়ে স্বজাতির বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে এবং উচ্চ ফলপ্রসূতা অর্জিত হয়েছে।

    তিনি বলেছেন, উইগুর ওষুধ কাজে লাগিয়ে ভিটিলাইগো রোগ চিকিত্সার ব্যাপারে এই হাসপাতালে আরোগ্য লাভের ফলপ্রসূতা শতকরা ৯৬ ভাগে দাঁড়িয়েছে। কিন্তু দেশ-বিদেশে অন্যান্য চিকিত্সা পদ্ধতি ব্যবহার করে এই রোগের উপশমের ফলপ্রসূতা শতকরা ৭০ ভাগের নীচে। এই হাসপাতালে চিকিত্সা গ্রহণের জন্য উইগুর জাতির অসাধারণ চিকিত্সা পদ্ধতি ও তার নিদর্শনীয় চিকিত্সার ফলপ্রসূতা অধিক থেকে অধিকতর রোগীদের আকৃষ্ট করছে।

    একটি পর একটি প্রজন্মের লোকদের প্রচেষ্টার মাধ্যমে এখন উইগুর চিকিত্সা বিদ্যা চীনের ঐতিহ্যিক চিকিত্সার ঐশ্বর্যময় ভান্ডারের একটি অংশে পরিণত হয়েছে। রোগীদের বেদনা দূর করা আর চিকিত্সা গবেষণা কাজের ব্যাপারে তা অধিক থেকে অধিকতর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।