চলতি অর্থ বছরে( ২০০৪-০৫) বাংলাদেশে ৩৬ লাখ টন খাদ্য ঘাটতি হবে বলে অনুমান করা হচ্ছে। অকাল বা বিলম্বিত বন্যা এবং আবহাওয়ার বিরূপ প্রতিক্রিয়ার ফলে এই ব্যাপক পরিমাণ খাদ্য ঘাটতির আশংকা করা হচ্ছে। চলতি অর্থ বছরে তিন কোটি টন খাদ্যশস্য উত্পাদনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল। সে ক্ষেত্রে কৃষি সম্প্রসারণ বিভাগ দাবি করছে ২ কোটি ৭৮ লাখ টন উত্পাদিত হবে। তবে অভিজ্ঞ মহলের ধারণা, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর চূড়ান্ত হিসাব হলে খাদ্য উত্পাদনের এই পরিমাণ ২ কোটি ৭২ লাখ টনে নেমে আসতে পারে। ২ কোটি ৭২ লাখ টন খাদ্যশস্য উত্পাদিত হলে উত্পাদনের লক্ষ্যমাত্রা আনুযায়ী উত্পাদন ঘাটতি পরিমাণ হবে ২৮ লাখ টন। তবে দেশের বার্ষিক খাদ্য চাহিদা অনুযায়ী প্রকৃত খাদ্য ঘাটতির পরিমাণ দাঁড়াবে ৩৬ লাখ টনে। কারণ ২ কোটি ৭২ লাখ টন থেকে বীজ এবং অপচয় বাবদ শতকরা ১১ ভাগ বাদ দিলে ( ২৮ লাখ টন) নীট খাদ্য উত্পাদনের পরিমাণ দাঁড়ায় ২ কোটি ৪৪ লাখ টন। দেশে বর্তমান বার্ষিক খাদ্য চাহিদার পরিমাণ হলো ২ কোটি ৮০ লাখ টন। অর্থাত্ প্রকৃত খাদ্য ঘাটতির পরিমাণ দাঁড়াবে ৩৬ লাখ টন।
ইত্তেফাক থেকে
|