বান্দুং সম্মেলনের ৫০ তম বার্ষিকী উপলক্ষে ২৪এপ্রিল সকালে বান্দুংয়ে আড়ম্বরময় উদযাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চীনের প্রেসিডেন্ট হু জিন থাও সহ আফ্রো -এশিয়ার ৮৯টি দেশের নেতা বা সরকারের প্রতিনিধিরা উদযাপনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় বলেছেন , ৫০ বছর আগে আফ্রো -এশিয়ার নেতারা বান্দুংয়ে সমবেত হয়ে আফ্রো -এশিয়ার প্রথম শীর্ষ সম্মেলনে বিশ্বের সামনে আফ্রো -এশিয়ার জনগণের স্বাধীনতা , সমতা ও শান্তি অর্জনের যে প্রবল আকাংক্ষা ব্যক্ত করেছিলেন তা বান্দুং আদর্শের সারমর্ম । বান্দুং আদর্শে উদ্বুদ্ধ হয়ে আফ্রো -এশিয়ার দেশগুলো এবার নতুন রণনৈতিক অংশীদারী সম্পর্ক স্থাপন করেছে ।
ভারতের প্রধান মন্ত্রী মনমোহন সিং ও নাইজেরিয়ার প্রেসিডেন্ট আওপাসাংচাও যথাক্রমে এশিয়া ও আফ্রিকার পক্ষ থেকে উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট মবেজি আফ্রো -এশিয়ার নতুন রণনৈতিক অংশীদারী সম্পর্ক সংক্রান্ত ইস্তাহারে স্বাক্ষর করেছেন ।
|