২৪ এপ্রিল লেবাননের সংবাদ সূত্রে জানা গেছে, ওইদিন লেবানন থেকে সিরিয়া তার সকল সৈন্য প্রত্যাহার করেছে। এর ফলে লেবাননে সিরিয় বাহিনীর ২৯ বছর অবস্থানের ইতিহাস শেষ হলো।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে ,২৩ এপ্রিল রাতে বেগা ভেল্লেয় থেকে সিরিয় সৈন্য প্রত্যাহার শুরু হয়েছে। একজন সিরিয় সামরিক কর্মকর্তা অনুমান করে বলেছেন, লেবানন থেকে ২৪ ঘন্টার মধ্যে তাদের সকল সৈন্য প্রত্যাহার সম্পন্ন হবে।
লেবানন ও সিরিয়ার সামরিক সহযোগিতা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী চলতি মাসের ৭ তারিখে দ্বিতীয় দফার সিরিয় সৈন্য প্রত্যাহার শুরু হয়েছে। এই প্রদ্যাহৃত সৈন্যদের সংখ্যা প্রায় দশ হাজার।
|