ফিলিস্তিনের জাতীয় ক্ষমতা সংস্থার চেয়ারম্যান আব্বাস ২৩ এপ্রিল গভীররাতে ফিলিস্তিনের নিরাপত্তা মন্ত্রণালয়ের ৩ জন উচ্চ কর্মকর্তাকে আনুষ্ঠানিক নিয়োগের কথা ঘোষণা করেছেন। নিরাপত্তা সংস্কার নীতি বাস্তবায়নের জন্য এটি আব্বাসের প্রথম উচ্চ পর্যায়ের কর্মকর্তা নিয়োগ।
ফিলিস্তিনের জাতীয় ক্ষমতা সংস্থার চেয়ারম্যান ভবনের মহাসচিব আবদেল রাহিম সংবাদ-মাধ্যমকে বলেছেন, সুলেয়মান হেল্লেস ফিলিস্তিনের নিরাপত্তা বাহিনীর সেনাপতির দায়িত্ব গ্রহণ করেছেন। তারেক আবু রাজাব ফিলিস্তিনের গোয়েন্দা সংস্থারপরিচালকের দায়িত্ব গ্রহণ করেছেন এবং আল্লা হোস্নি পুলিশের পরিচালকের দায়িত্ব গ্রহণ করেছেন।
আব্বাস "সামরিক অফিসারদের ভাতা আর বেতন আইন"ও ঘোষণা করেছেন।এই আইন অনুযায়ী নিরাপত্তাবিভাগের প্রায় এক হাজার এক শো জন ৬০ বছরোর্ধ উচ্চ পদস্থ কর্মকর্তা অবসর-গ্রহণ করবেন ।
|