দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইল্বে নদীর মহামিলনের ৬০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে যাওয়া দ্বিতীয় মহাযুদ্ধের প্রবীণ সৈনিকরা ২৩ এপ্রিলজার্মানীর টোর্গাও শহরে মিছিল করেছেন , এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ের জন্য জার্মানীর বিভিন্ন কর্মসূচীর মধ্যে একটি । ১৯৪৫ সালের ২৫ এপ্রিল টোর্গাও শহরের নিকটবর্তী ইল্বে নদীর একটি ক্ষতিগ্রস্ত সেতুতে মার্কিন বাহিনী ও সোভিয়েত বাহিনীর মিলন ঘটে । দুদেশের সৈনিকরা পরস্পর করমর্দন করেন এবং উল্লাস প্রকাশ করেন । এই ঐতিহাসিক মুহুর্তের খবর দ্রুত পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে পড়ে । ইল্বে নদীতে দু দেশের সৈন্যের মিলন , বিশ্ব ফ্যাসিবাদ- বিরোধী যুদ্ধে ইউরোপের বিজয় আর নাত্সী সরকারের পতনের প্রতীক।
অন্য একটি খবরে বলা হয়েছে , জার্মানীর সাম্প্রতিক এক জনমত জাচাই থেকে জানা গেছে , শতকরা আশিজন জার্মান১৯৪৫ সালের ৮ মে নাত্সী জার্মানীর আত্মসমর্পন দিনকে জার্মানীর মুক্তি দিবস হিসেবে পালন করার পক্ষপাতী ।
|