২৩ এপ্রিল ইন্দোনেসিয়ায় অনুষ্ঠিত আফ্রো-এশিয়া শীর্ষ সম্মেলনে অংশ গ্রহণকারী জাতি সংঘ মহা সচিব কোফি আন্নান বলেছেন, জাতি সংঘের সংস্কারে সময়সূচী নেই।আগামী সেপ্টেম্বর সংস্কারের চূড়ান্ত মেয়াদ সিদ্ধান্ত নেওয়ার তারিখ নয়।চীন আন্তর্জাতিক বেতারের নিজস্ব সংবাদদাতার প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেছেন।এর আগে ভাষণ দেওয়ার সময় কোফি আন্নান জোর দিয়ে বলেছেন, তিনি মনে করেছিলেন, জাতি সংঘের সংস্কার নিয়ে বিভিন্ন পক্ষের পক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সুযোগ এসেছে।তিনি আশা করেছেন, বিভিন্ন দেশের নেতারা তাঁর এই সংস্কারের পরিকল্পনা সমর্থন করবেন।
উল্লেখ্য, গত ২১ মার্চ কোফি আন্নান জাতি সংঘের সংস্কার সম্বন্ধে একটি রিপোট দাখিল করেছেন।কিন্তু চীন, যুক্তরাষ্ট্র আর রাশিয়া ইত্যাদি দেশগুলো মনে করে , বর্তমানেএই রিপোটের প্রতি বিভিন্ন পক্ষের মতভেদের পরিপ্রেক্ষিতে সংস্কারের সময়সূচী ইচ্ছাকৃতভাবে স্থির করা ঠিক না।
|