ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় এশিয়ান-আফ্রিকান শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি হাই ছেন এবং উত্তর কোরিয়ার উচ্চ গণ সম্মেলনের স্ট্যান্ডি কমিটির চেয়ারম্যান কিম ইয়ং নাম ২৩ এপ্রিল বৈঠক করার সময় বলেছেন, দক্ষিণ এবং উত্তর কোরিয়ার উচিত সরকারী পর্যায়েবৈঠক করা।
উত্তর কোরিয়া উপ-দ্বীপের পারমাণবিক সমস্যার সমাধানে পেইচিং -এর ছ'পাক্ষীয় বৈঠক প্রসঙ্গে লি হাই ছেন বলেছেন, তিনি আশা করেন, ছ'পাক্ষীয় বৈঠকের মাধ্যমে উত্তর কোরিয়া উপদ্বীপের পারমাণবিক সমস্যা সমাধান করা যাবে। ছ'পাক্ষীয় বৈঠকে উত্তর কোরিয়ার অংশগ্রহণের জন্য দক্ষিণ কোরিয়া এবং সংশ্লিষ্ট দেশগুলো যথাযথ পরিবেশ সৃষ্টি করবে। কিম ইয়ং নাম বলেছেন, যদি শর্ত যুক্তিযুক্ত হয়, তাহলে উত্তর কোরিয়া ছ'পাক্ষীয় বৈঠকে ফিরে আসবে।
|