চীনের প্রেসিডেণ্ট হু চিন থাও ২৩ এপ্রিল সকালে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় এশিয়ান-আফ্রিকান শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী মায়ানমার শান্তি ও উন্নয়ন কমিটির চেয়ারম্যান থান শেই, সুদানের প্রেসিডেণ্ট আল-বাশির এবং ঘানার প্রেসিডেণ্ট জন কুফোরের সঙ্গে আলাদা আলাদাভাবে সাক্ষাত করেছেন। সাক্ষাত্কালে হু চিন থাও দ্বিপাক্ষিক সম্পর্ক এবং এশিয়ান-আফ্রিকান সহযোগিতা ইত্যাদি বিষয়ে তাঁদের সঙ্গে মত বিনিময় করেছেন।
থান শেই'র সঙ্গে সাক্ষাত্কালে হু চিন থাও বলেছেন, দেশের স্থিতিশীলতা রক্ষা করা, জাতীয় সমঝোতা ত্বরান্বিত করা, কূটনৈতিক যোগাযোগ সম্প্রসারণ করার জন্য মায়ানমার প্রয়াসকে চীন সমর্থন করে।
আল-বাশিরের সঙ্গে সাক্ষাত্কালে হু চিন থাও বলেছেন, সুদানের শান্তি প্রক্রিয়াকে চীন সমর্থন করে। তিনি আবারও বলেছেন যে, দার্ফুর সমস্যা সমাধানে চীনের মতাধিষ্ঠান অপরিবর্তনীয়। তিনি মনে করেন, আন্তর্জাতিক সমাজের উচিত সংকট নিরসণে সুদানকে সাহাষ্য করা এবং যত তাড়াতাড়ি সম্ভব সংশ্লিষ্ট সমস্যা সমাধান করা।
জন কুফোরের সঙ্গে সাক্ষাত্কালে হু চিন থাও বলেছেন, তিনি আশা করেন, চীন-ঘানা বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক সম্পর্কে নতুন সাফল্য অর্জনের জন্য দু'পক্ষ যৌথ প্রয়াস চালাবে।
|